ঢাকা     শনিবার   ১২ জুলাই ২০২৫ ||  আষাঢ় ২৮ ১৪৩২

কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৪৩, ১৮ জুন ২০২৫  
কিশোরগঞ্জে মাদক মামলায় নারীর যাবজ্জীবন

প্রতীকী ছবি

কিশোরগঞ্জে মাদক মামলায় এক নারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক।

বুধবার (১৮ জুন) বিকেলে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফাতেমা আক্তার স্বর্ণা মামলার রায় ঘোষণা করেন।

 কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) মো. জালাল উদ্দিন জানান, সাজাপ্রাপ্ত স্বপ্না বেগম (৫০) জেলার ভৈরব উপজেলা সদরের কালিকাপ্রাসাদ এলাকার মৃত রেনু মিয়ার স্ত্রী। রায় ঘোষণার সময় তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। আদালত থেকে জামিন নেওয়ার পর থেকে তিনি পলাতক। 

আরো পড়ুন:

মামলার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ১৩ সেপ্টেম্বর র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দল কালিকা প্রাসাদ এলাকা থেকে ৫২৫ বোতল ফেনসিডিলসহ স্বপ্না বেগমকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ওইদিন ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ভৈরব থানায় একটি মামলা হয়। পুলিশ তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আজ রায় ঘোষণা করেন বিচারক।

ঢাকা/রুমন/মাসুদ

সম্পর্কিত বিষয়:


সর্বশেষ

পাঠকপ্রিয়