ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:২৯, ৭ জুলাই ২০২৫  
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

সোমবার (৭ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, গত শনিবার (৫ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী শহরের টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে। 

র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগজিন ও গুলি লুকিয়ে রাখা হয়েছে, এমন তথ্য পেয়ে অভিযান চালায় র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল।

অভিযানকালে টিকাপাড়ায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মিলিমিটার বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন ও একটি গুলি উদ্ধার করা হয়। 

একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগজিন ও গুলি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানিয়েছেন, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে, কোন থানা থেকে এটি লুট হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, পিস্তলের গায়ে থাকা নম্বর ঘষা-মাজা করা হয়েছে। 

ঢাকা/কেয়া/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়