ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৪৫, ৭ জুলাই ২০২৫   আপডেট: ১৩:৪৬, ৭ জুলাই ২০২৫
হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু 

পবিত্র আশুরা উপলক্ষে এক দিন বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানিসহ সব কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে। 

সোমবার (৭ জুলাই) দুপুরে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী। 

তিনি জানান, পবিত্র আশুরা উপলক্ষে এক দিন বন্ধের পর আজ সোমবার দুপুর ১টা থেকে এই বন্দর দিয়ে ভারতের সাথে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে। বন্দরে ভারতীয় পণ্যবাহী ট্রাক প্রবেশ করছে। 

হিলি ইমিগ্রেশনের ওসি আরিফুল ইসলাম বলেছেন, হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল, আজও স্বাভাবিক আছে। 

ঢাকা/মোসলেম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়