ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পদ্মা নদী থেকে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:১৪, ৭ জুলাই ২০২৫   আপডেট: ১৪:১৭, ৭ জুলাই ২০২৫
পদ্মা নদী থেকে বালু উত্তোলন, দুই যুবকের কারাদণ্ড

কুষ্টিয়ার কুমারখালীতে পদ্মা নদী থেকে বালু উত্তোলনের অপরাধে দুই যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই অপরাধে আরো দুজনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

কারাদণ্ড পেয়েছেন বিপ্লব হোসেন (৩২) ও রিপন হোসেন (৩০)। তারা শিলাইদহের বাসিন্দা। অর্থদণ্ড পেয়েছেন মো. জিহাদ ও সেলিম রেজা।

রবিবার (৬ জুলাই) দুপুরে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাজগ্রাম ও কল্যাণপুর এলাকায় অভিযান চালিয়ে ওই চারজনকে জেল-জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার। আদালত পরিচালনায় সহযোগিতা করেন ভূমি কার্যালয়ের নাজির শহিদুল ইসলাম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আদালত সূত্র জানিয়েছে, কুমারখালী উপজেলার শিলাইদহ ইউনিয়নের মাঝগ্রাম ও কল্যাণপুর এলাকায় পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছিল একটি চক্র। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় প্রশাসন। এ সময় দুজনকে কারাদণ্ড ও দুজনকে অর্থদণ্ড দেওয়া হয়। 

কুমারখালী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেছেন, “পদ্মা নদী থেকে বালু উত্তোলন করার অপরাধে দুজনকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। অপর দুজনকে এক মাস করে কারাদণ্ড দেওয়া হয়েছে। জনস্বার্থে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে।”

ঢাকা/কাঞ্চন/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়