মাগুরায় সাপের কামড়ে মাদরাসা ছাত্রীর মৃত্যু
মাগুরা প্রতিনিধি || রাইজিংবিডি.কম
মাগুরার মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামে সাপের কামড়ে মোছা. জাকিয়া (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। রবিবার (৬ জুলাই) মধ্যরাতে সদর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
জাকিয়া মহম্মদপুর উপজেলার বাবুখালী ইউনিয়নের দাতিয়াদাহ গ্রামের মামুন শেখের মেয়ে। সে জাকিয়া বাবুখালী ইসলামিয়া দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্রী ছিল।
রবিবার রাত সাড়ে এগারোটার দিকে বিছানায় ঘুমন্ত অবস্থায় সাপে কাটলে স্বজনেরা তাঁকে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক দেওয়ান। পরে অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে রাত পৌনে একটার দিকে তাঁর মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, জাকিয়া রাতে খাবার শেষে বাড়ির একটি কক্ষে ঘুমিয়ে পড়ে। রাত সাড়ে ১১টার দিকে বিষাক্ত সাপের সে চিৎকার শুরু করে। বিষয়টি স্বজনদের জানালে তারা তাকে প্রথমে একজন ওঝার কাছে নিয়ে ঝাড়ফুঁক করান। অবস্থার অবনতি হলে মাগুরা সদর হাসপাতালে নেওয়ার পথে জাকিয়া রাত ১টার দিকে তার মৃত্যু হয়।
বাবুখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) প্যানেল চেয়ারম্যান মো. ইসমাইল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জাকিয়া সাপের কামড়ে মারা গেছে।
ঢাকা/শাহীন/মাসুদ