ঢাকা     বুধবার   ১৭ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৫৯, ৭ জুলাই ২০২৫   আপডেট: ২১:৫৫, ৭ জুলাই ২০২৫
ময়মনসিংহে ট্রাকের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

নিহত ইকবাল হোসাইন (বায়ে) ও ওয়াসিম মিয়া

ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছে। সোমবার (৭ জুলাই) দুপুরে পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের চৌকা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এ সময় অটোরিকশার আরো দুই যাত্রী আহত হয়েছে।

নিহতরা হলেন, উপজেলার টাংগাব ইউনিয়নের বামনখালী গ্রামের ইকবাল হোসাইন (৫০)। তিনি বামনখালী বটতলা বাজারের ইকবাল স্টোরের স্বত্বাধিকারী। অপরজন দিঘীরপাড়া গ্রামের আবু বকর সিদ্দিকের ছেলে অটোরিকশা চালক ওয়াসিম মিয়া (২০)। 

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয়রা জানান, কয়েকজন যাত্রীসহ অটোরিকশাটি বটতলা বাজার থেকে হোসেনপুর বাজার যাওয়ার সময় এশিয়ান হাইওয়ে সড়কের পাঁচবাগ চৌকা বাজার মোড়ে বিপরীতদিক থেকে আসা দ্রুতগামী ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার যাত্রী ইকবাল ঘটনাস্থলে মারা যায়। অটোরিকশার চালক ওয়াসিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তানভীর হোসেন জানান, ওয়াসিম মিয়াকে মৃত অবস্থায় আনা হয়েছে। নাজমুল ও আবু সাইদকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আলম জানান, ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই জনের মৃত্যু হয়েছে। অটোরিকশা ও ট্রাক উদ্ধার করা হয়েছে। ট্রাক চালককে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। 
 

ঢাকা/মিলন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়