ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কালীগঞ্জে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৩, ১০ জুলাই ২০২৫  
কালীগঞ্জে নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার 

মাদক কারবারের অভিযোগে গ্রেপ্তার নিলয় গমেজ, পারুল রোজারিও ও মানুন শেখ

গাজীপুরের কালীগঞ্জ থানার পুলিশের তিনটি মাদকবিরোধী অভিযানে নারীসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৯০ পিস ইয়াবা ও ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলাউদ্দিন। বুধবার (৯ জুলাই) দুপুরে ও রাতে উপজেলার বোয়ালী, করান ও তুমলিয়া গ্রামে এ সব অভিযান চালান হয়।

আরো পড়ুন:

গ্রেপ্তার মাদক কারবারিরা হলেন, উপজেলার তুমলিয়া ইউনিয়নের বোয়ালী গ্রামের অতুল রোজারিওর স্ত্রী পারুল রোজারিও (৫০), নাগরী ইউনিয়নের ছোট করান গ্রামের মৃত জজ গমেজের ছেলে নিলয় গমেজ (২৫) ও কালীগঞ্জ পৌর এলাকার তুমলিয়া পূর্বপাড়া গ্রামের মানুন শেখ ওরফে ব্লক মামুন (৪৫)।

ওসি আলাউদ্দিন জানান, গ্রেপ্তার সকলে এলাকার চিহ্নিত মাদক কারবারি। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদের বাড়িতে মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় পারুলকে ১৫ লিটার, নিলয়কে ৩০ লিটার চোলাই মদ ও ব্লক মামুনকে ৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ গ্রেপ্তার করা হয়।

ওসি আরো জানান, তিনজনের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তিনটি মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 
 

ঢাকা/রফিক/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়