ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১০, ১০ জুলাই ২০২৫  
যশোরে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

ফাইল ফটো

যশোরের বাঘারপাড়ায় ঘরের ভেতর লেপ-তোশক রাখা স্টিলের বাক্সের ভেতর থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত পৌনে ১০টার দিকে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর গ্রামের একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

নিহত সুচিত্রা দেবনাথ (৫৮) ঘোষনগর গ্রামের তপন দেবনাথের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তপন দেবনাথকে (৬৪) আটক করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে তপন দেবনাথ বাড়িতে এসে স্ত্রীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ঘরের ভেতর লেপ-তোশক রাখা স্টিলের বাক্সের ভেতর স্ত্রীর নিথর দেহ দেখতে পান। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

পুলিশ বলছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সুচিত্রা দেবনাথকে ধারালো কিছু দিয়ে মাথা ও মুখে আঘাত করে হত্যা করা হয়েছে। মরদেহ লুকাতে স্টিলের বাক্সের ভেতর রেখে কাপড় ও লেপ দিয়ে ঢেকে রাখা হয়।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তাইজুর রহমান বলেন, ‘‘মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানিয়েছেন, নিহতের সঙ্গে তার স্বামীর কলহ লেগেই থাকত। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামীকে আটক করা হয়েছে।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়