ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় গৃহবধূকে হত্যার মামলায় স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৬, ১০ জুলাই ২০২৫  
বগুড়ায় গৃহবধূকে হত্যার মামলায় স্বামী ও পরকীয়া প্রেমিকা গ্রেপ্তার

মো. রোহান ও বেলি বেগম

বগুড়ায় গৃহবধূ ববি খাতুনকে হত্যার মামলায় স্বামী ও তার পরকীয়া প্রেমিকাকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। 

বুধবার (৯ জুলাই) রাতে র‌্যাব-১২ বগুড়া ক্যাম্প এবং র‌্যাব-৪ সাভার ক্যাম্প যৌথভাবে অভিযান চালিয়ে তাদেরকে সাভার থেকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার দুজন হলেন—বগুড়া শহরের উত্তর চেলোপাড়ার রবিউল ইসলামের ছেলে মো. রোহান (২৬) এবং একই এলাকার বেল্লাল হোসেনের মেয়ে বেলি বেগম (২৪)।

বৃহস্পতিবার র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট এম আবুল হাশেম সবুজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

গত ২৫ মে রাতে বগুড়ার জহুরুল নগরে গৃহবধূ ববি খাতুনকে শারীরিক নির্যাতনের পর পেটে ছুরি মেরে হত্যা করে তার স্বামী রোহান। এরপর থেকেই রোহান ও তার পরকীয়া প্রেমিকা বেলি বেগম পলাতক ছিল। হত্যাকাণ্ডের পরদিন নিহতের মা বাদী হয়ে সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন।

র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার এম আবুল হাশেম সবুজ জানিয়েছেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৮টার দিকে সাভারের আশুলিয়ার বসুন্ধরা টেক এলাকা থেকে মো. রোহান ও বেলি বেগমকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল ফোন ও নগদ ২৫ হাজার টাকা জব্দ করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

ঢাকা/এনাম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়