পটুয়াখালীতে ৪ বিদ্যালয়ে পাস করেনি কেউ
পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম
পূর্ব আলীপুর হাই স্কুল। ফাইল ফটো
পটুয়াখালীতে এ বছর এসএসসিতে গড় পাসের হার ৫৫.৭২ শতাংশ। তবে, জেলার ৪টি বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নিয়ে পাস করেনি কেউ। বৃহস্পতিবার (১০ জুলাই) শিক্ষাবোর্ড থেকে ফলাফল ঘোষণার পর জেলা শিক্ষা অফিস সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিদ্যালয়গুলো হলো- দশমিনা উপজেলার পূর্ব আলীপুর হাই স্কুল, মির্জাগঞ্জ উপজেলার কিসমতপুর গার্লস স্কুল, সদর উপজেলার মিয়াবাড়ি মডেল হাই স্কুল ও দুমকি উপজেলার জলিশা গার্লস স্কুল।
জেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, চলতি বছর এসএসসি পরীক্ষায় মিয়াবাড়ি মডেল হাই স্কুল থেকে ১ জন, কিসমতপুর গার্লস স্কুল থেকে ২ জন, পূর্ব আলীপুর হাই স্কুল থেকে ৮ জন এবং জলিশা গার্লস স্কুল থেকে ১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।
এ বিষয়ে জানতে চাইলে পটুয়াখালী জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মুজিবুর রহমান বলেন, ‘‘শতভাগ ফেল করা বিদ্যালয়গুলোর প্রশাসনিক অবস্থা, পাঠদানের পরিবেশ ও শিক্ষকদের দায়বদ্ধতা খতিয়ে দেখা হবে। এছাড়া, বোর্ড নীতিমালা অনুযায়ী এসব শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিলে আমরা সেই অনুযায়ী ব্যবস্থা নিব।’’
ঢাকা/ইমরান/রাজীব