ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা সোমবার 

খাগড়াছড়ি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:১৬, ২০ জুলাই ২০২৫  
খাগড়াছড়িতে এনসিপির পদযাত্রা সোমবার 

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় আগামীকাল সোমবার (২১ জুলাই) খাগড়াছড়িতে পদযাত্রা, গণসংযোগ ও সমাবেশ করবেন দলটির কেন্দ্রীয় নেতারা।

রবিবার (২০ জুলাই) সকালে খাগড়াছড়ি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সংগঠনের কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণ অঞ্চল) মনজিলা ঝুমা।

আরো পড়ুন:

তিনি বলেন, ‍‍“পদযাত্রা ও সমাবেশের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। পদযাত্রা ও সমাবেশে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ অংশ নেবেন।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা সোমবার দুপুর ১২টার দিকে খাগড়াছড়িতে পৌঁছাবেন। তারা শহরের চেঙ্গীস্কয়ার থেকে পদযাত্রায় যোগ দেবেন। পদযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সব সড়ক প্রদক্ষিণ করবে। পরে মুক্তমঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হবে। 

পদযাত্রায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সামান্তা শারমিনের উপস্থিত থাকার কথা রয়েছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মো. হারিছুর রহমান রনি, খাগড়াছড়ির সংগঠক বিপ্লব ত্রিপুরা, শাহ নেওয়াজ, আখলিমা আক্তার ও সুবোধ চাকমা।

ঢাকা/রূপায়ন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়