ঢাকা     শনিবার   ০৬ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কু‌ড়িগ্রামে ১০ ফুট দৈ‌র্ঘ্যের অজগর উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:০৬, ১০ আগস্ট ২০২৫   আপডেট: ০৯:৩১, ১০ আগস্ট ২০২৫
কু‌ড়িগ্রামে ১০ ফুট দৈ‌র্ঘ্যের অজগর উদ্ধার

কুড়িগ্রামের উলিপুর উপজেলা থেকে ১০ ফুট দৈর্ঘের অজগর সাপ উদ্ধার করে‌ছেন স্থানীয় এক জে‌লে। শ‌নিবার (৯ আগস্ট) বি‌কে‌লে বন‌বিভা‌গের প্রতি‌নি‌ধি ঘটনাস্থ‌লে গেলে তার কাছে সাপ‌টি‌কে হস্তান্তর করা হয়।

ঘটনা‌টি ঘ‌টে‌ছে উপ‌জেলার বুড়াবু‌ড়ি ইউনিয়‌নের ফকি‌রের চর এলাকায়।

আরো পড়ুন:

স্থানীয় সূত্রে জানা গে‌ছে, শুক্রবার (৮ আগস্ট) সকা‌লে ফ‌কি‌রের চ‌র এলাকার বা‌সিন্দা আমজাদ আলী ব্রহ্মপুত্র ন‌দের পাড়ে নি‌ষিদ্ধ চায়না ডারকি জাল পা‌তেন। এ সময় সাপ‌টি মাছ খাওয়ার জন্য জা‌লের ভেত‌রে ঢু‌কে আটকা পড়ে। জাল তুল‌তে গিয়ে প্রায় ১৫ কে‌জি ওজ‌নের ১০ ফুট দৈ‌র্ঘ্যের অজগর সাপ‌টি দেখতে পান তিনি। আমজাদ আলী সাপটি এলায়াক নিয়ে যান। খবরটি জানাজা‌নি হ‌লে অজগর দেখ‌তে মানুষজন ভিড় করেন।

বুড়াবুড়ি ইউনিয়ন পরিষদের  ইউপি সদস্য আব্বাস আলী ব‌লেন, “সাপ‌টি‌ দে‌খে এসে‌ছি। বন বিভা‌গের কু‌ড়িগ্রাম প্রতি‌নি‌ধি সাপ‌টি নি‌য়ে গেছেন।”

ওয়াইল্ডলাইফ অ‌্যান্ড স্নেক রে‌স‌কিউ টিমের প্রতি‌নি‌ধি নাঈম ইসলাম ব‌লেন, “সাপ‌টি মাথায় আঘাতপ্রাপ্ত। চি‌কিৎসার জন্য প্রাণীটিকে রংপু‌রে পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

তি‌নি আরো ব‌লেন, “বার্মিজ পাইথন একটি নির্বিষ এবং বিপন্ন প্রজাতির সাপ। এরা মানুষের কোনো ক্ষতি করে না, বরং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেকেই ভয় বা ভুল ধারণার কারণে এ ধরনের সাপকে মেরে ফেলেন।”

উলিপুর উপ‌জেলা বন বিভাগ কর্মকর্তা ফজলুল হক ব‌লেন, “সাপ‌টি আঘাতপ্রাপ্ত। প্রাণীটিকে রংপুর চি‌ড়িয়াখানায় পাঠা‌নো হ‌য়ে‌ছে।”

ঢাকা/বাদশাহ/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়