রাইজিংবিডিতে সংবাদ: পাটুরিয়ায় ভাঙনরোধে ফেলা হচ্ছে জিও ব্যাগ
|| রাইজিংবিডি.কম
মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ঘাট এলাকায় নদী ভাঙনে বিলীন হয়েছে বসতভিটা। গত কয়েক দিনের ভাঙনে ঝুঁকিতে রয়েছে ফেরিঘাট। এ নিয়ে গতকাল বুধবার (২০ আগস্ট) পাঠকপ্রিয় অনলাইন নিউজপোর্টাল রাইজিংবিডি ডটকম-এ ‘নদীভাঙনে ঝুঁকিতে পাটুরিয়া ঘাট, বসতবাড়ি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর বিকেলে শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন পাটুরিয়া ঘাট এলাকা পরিদর্শন করেন। ভাঙনরোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ ফেলা হয় নদীতে। ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণও করা হয়েছে।
স্থানীয়রা জানান, বিতরণ করা খাদ্য সামগ্রী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোতে কিছুটা হলেও উপকার করবে। দেরিতে হলেও জিও ব্যাগ ফেলাতে ভাঙন কমবে, তবে তা অস্থায়ী। সংশ্লিষ্ট প্রশাসন দ্রুত স্থায়ীভাবে ভাঙনরোধে জরুরি ব্যবস্থা না নিলে ঘাট এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।
শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন জানান, নদী ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর দ্রুত জিও ব্যাগ ফেলার নির্দেশ দেন। বসতভিটা হারানো পরিবারকে সহযোগিতা করা হয়েছে। নদী ভাঙনরোধে প্রশাসন চেষ্টা করছে।