ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:১১, ২৫ আগস্ট ২০২৫  
চাঁপাইনবাবগঞ্জে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে পৃথক স্থান থেকে শিশুসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৫ আগস্ট) দুপুরে গোমস্তাপুর উপজেলার বাঙ্গাবাড়ি এলাকা থেকে রেদওয়ান রিহান নামে এক শিশুর ও বিকেলে শিবগঞ্জের পাঁকা ইউনিয়নের কদমতলা-সেঁতারা পাড়া পদ্মা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াদুদ আলম বলেন, ‘‘দুপুরে স্থানীয় একটি দিঘির পাড়ে খেলাধুলা করছিল শিশু রিহান। এ সময় পা পিছলে পানিতে পড়ে ডুবে যায় শিশুটি। পরে স্থানীয়দের সহযোগিতায় পরিবারের সদস্যরা দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় অভিযোগ না থাকায় মরদেহটি পরিবারে কাছে হস্তান্তর করা হয়েছে।’’

আরো পড়ুন:

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ‘‘ওয়াহেদপুর সীমান্তবর্তী কদমতলা-সেতাঁরা পাড়ায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে, দুই থেকে তিন দিন আগে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে।’’

ঢাকা/শিয়াম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়