ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৪০, ২৫ আগস্ট ২০২৫  
কিশোরগঞ্জে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

কিশোরগঞ্জের করিমগঞ্জে কৃষক কাঞ্চন মিয়া হত্যা মামলায় এক আসামিকে যাবজ্জীবন ও অপর একজনকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় মামলার অপর ১১ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে কিশোরগঞ্জের চতুর্থ অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সোহাগ রঞ্জন পাল এ রায় ঘোষণা করেন। জেলা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম জেলার করিমগঞ্জ উপজেলার সুতারপাড়া ইউনিয়নের চারিতলা গ্রামের বাসিন্দা। দুই বছরের সাজাপ্রাপ্ত মোবারক হোসেন একই গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।

বেকসুর খালাস পাওয়া আসামিরা হলেন- রফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, ফাইজুল ইসলাম, মারজুল ইসলাম, হাদিস মিয়া, নজরুল ইসলাম, রফিকুল ইসলাম, মানিক মিয়া, মাহতাব উদ্দিন, আবুল কাশেম ও আলতু মিয়া।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, পূর্বের একটি মামলার বিরোধের জেরে ২০১৩ সালের ১৬ অক্টোবর চারিতলা গ্রামের মাহতাব উদ্দিনের ছেলে কাঞ্চন মিয়াকে পিটিয়ে ও বল্লমবিদ্ধ করে আহত করেন প্রতিপক্ষের লোকজন। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে করিমগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

২০১৪ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত সেখানে চিকিৎসা শেষে আবারো একই বছরের ২৫ ফেব্রুয়ারি তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই বছরের ৯ মার্চ কাঞ্চন মিয়ার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে ১৭ জনকে আসামি করে করিমগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে ১৭ জনের নামে অভিযোগপত্র দাখিল করেন। বিচারকাজ চলার সময় ৪ আসামির মৃত্যু হলে তাদের অভিযোগ থেকে বাদ দেওয়া হয়।

ঢাকা/রুমন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়