ঢাকা     শনিবার   ২০ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বান্দরবানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৬, ২৭ আগস্ট ২০২৫  
বান্দরবানে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

আশরাফুল ইসলাম

বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের পাগলীর আগা সড়কের পাশের ঝোপ থেকে নিখোঁজ হওয়ার চার দিন পর ১৬ মাস বয়সী আশরাফুল ইসলামের মরদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার (২৭ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে পাড়ার পাশের পাগলা ঝিড়ি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আশরাফুল ইসলাম ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের পাগলীর আগা পাড়া গ্রামের মোহাম্মদ ইলিয়াসের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রবিবার (২৪ আগস্ট) দুপুরে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় আশরাফুল। পরে পরিবার ও স্থানীয়রা মিলে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও শিশুটির কোনো সন্ধান মেলেনি। বুধবার বিকেলে কয়েকজন গ্রামবাসী ঝিড়িতে মরদেহ পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পিতা মোহাম্মদ ইলিয়াস গিয়ে মরদেহটি শনাক্ত করেন।

ফাঁসিয়াখালী কুমারী পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) মোহাম্মদ জামিল বলেন, “স্থানীয়দের খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।”

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফাজ্জল হোসেন বলেন, “১৬ মাস বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। আমি ঘটনাস্থলে আছি, পরে বিস্তারিত জানানো হবে।”

ঢাকা/চাইমং/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়