ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডায়রিয়া প্রাদুর্ভারের কারণ জানতে নাটোরে তদন্ত দল

নাটোর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪০, ৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২১:৪৭, ৫ সেপ্টেম্বর ২০২৫
ডায়রিয়া প্রাদুর্ভারের কারণ জানতে নাটোরে তদন্ত দল

হঠাৎ ডায়ারিয়ার প্রাদুর্ভারে নাটোর সদর হাসপাতালে কয়েকশত রোগী ভর্তি হয়। যদি এখন নতুন রোগী ভর্তি কমে গেছে।

নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের কয়েকটি গ্রামে হঠাৎ ডায়রিয়ায় প্রাদুর্ভাবের কারণ জানতে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চার সদস্যদের দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। 

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) থেকে নাটোর পৌরসভার ২ নং ওয়ার্ডের কাঁঠালবাড়িয়া, চৌকিরপাড় ও ঝাঁউতলাসহ আশপাশের এলাকা থেকে ডায়রিয়ায় আক্রান্ত রোগী সদর হাসপাতালে ভর্তি হতে থাকে।

আরো পড়ুন:

রোগী ও তাদের স্বজনরা জানান, পৌরসভার সরবরাহ করা পানি খেয়ে তারা অসুস্থ হয়েছেন। পানি পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করে বগুড়ায় জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তরে পাঠানো হয়। সেখানকার রিপোর্টে জানানো হয়, নমুনা পানিতে জীবাণু নেই।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে ডা. ক্য থোয়াই প্রিন্সের নেতৃত্বে ডা. রাফিউল হাসান, টেকনোলজিস্ট লক্ষণ কর্মকার এবং আব্দুল কুদ্দুস নাটোর সদর হাসপাতালে ডায়রিয়া আক্রান্ত লোকজনের সঙ্গে কথা বলেন। এ সময় তারা রোগীদের শরীর থেকে নমুনা সংগ্রহ করেন এবং ডায়রিয়া আক্রান্ত এলাকা পরিদর্শন করেন। তবে প্রতিনিধি দল সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

জেলা সিভিল সার্জন ডা. মুক্তাদির আরেফিন জানান, আজ শুক্রবার (৫ সেপ্টেম্বর) পর্যন্ত জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে ভর্তি হন ১০০ জন পুরুষ, ৯৭ নারী ও ৪০ জন শিশু। তবে এরইমধ্যে ১০০ জন রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। নতুন রোগী ভর্তি কমে এসেছে। 

ঢাকা/আরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়