ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাল ২ প্রবাসীর লাশ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৪, ৭ সেপ্টেম্বর ২০২৫  
চাঁপাইনবাবগঞ্জে পৌঁছাল ২ প্রবাসীর লাশ

মালয়েশিয়ার সড়ক দুর্ঘটনায় নিহত দুই বাংলাদেশির লাশ চাপাইনবাবগঞ্জের নিজ বাড়িতে পৌঁছায়।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার দুই মালয়েশিয়া প্রবাসী শামীম রেজা ও তুহিন আলীর লাশ নিজের বাড়িতে পৌঁছেছে। ভাগ্য ফেরাতে মালয়েশিয়ায় গিয়ে সেখানে সড়ক দুর্ঘটনায় তারা নিহত হন।

রবিবার (৭ সেপ্টেম্বর) সকালে তাদের গ্রামের বাড়ি উপজেলার গোপালনগর ও নসিবন্দিনগরে লাশবাহী গাড়ী এসে পৌঁছায়। এ সময় ওই এলাকায় শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।

আরো পড়ুন:

নিহতরা হলেন, গোমস্তাপুর সদর ইউনিয়নের গোপালনগর গ্রামের শুকুরুদ্দিন কালুর ছেলে তুহিন আলী (২৫) এবং ওই ইউনিয়নের নসিবন্দিনগর গ্রামের কাবিলের ছেলে শামীম রেজা (২৩)। তারা মালেশিয়ার একটি পাম বাগানে কাজ করতেন।  

নিহত তুহিনের মামা শফিকুল ইসলাম জানান, ৩১ আগস্ট মালেশিয়ায় সরকারি ছুটির দিন ছিল। তুহিন ও শামীমসহ পাঁচজন ওভারটাইমে কাজে গিয়েছিল। সেখান থেকে পিকআপে করে বাসায় ফেরার সময় সেটি নিয়ন্ত্রণ হারায়। তাদের সঙ্গে থাকা তিনজন লাফ দিতে পারলেও তুহিন আর শামীম সড়ক থেকে নিচে পড়ে ঘটনাস্থলে মারা যায়। নিহতের সাতদিন পর তাদের লাশ বাড়িতে পৌঁছায়। বেলা ১১টায় তাদের লাশ দাফন করা হয়।

মালয়েশিয়ার সংবাদ মাধ্যম হারিয়ান মেট্রো দেশটির লিপিস জেলা পুলিশ সুপারিনটেনডেন্ট ইসমাইল মানের বরাত দিয়ে জানায়, ৩১ আগস্ট বিকেল ৩টা ৩০ মিনিটে তানজুং গাহাইয়ের খামার থেকে শ্রমিকরা বাসায় ফেরার সময় সড়ক দুর্ঘটনা ঘটে। বেপরোয়া গতিতে গাড়ি চালানোর কারণে মারাত্মক দুর্ঘটনার অভিযোগে দায়ের করা মামলার তদন্ত চলছে।  
 

ঢাকা/শিয়াম/বকুল 

সর্বশেষ

পাঠকপ্রিয়