ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সৌদি আরবে ফেনীর যুবক অপহৃত, ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৮:২৬, ২৩ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ০৮:২৭, ২৩ সেপ্টেম্বর ২০২৫
সৌদি আরবে ফেনীর যুবক অপহৃত, ভিডিও পাঠিয়ে ৫ লাখ টাকা দাবি

আবদুস সালাম ভূঁইয়া সজীব

সৌদি আরবের রিয়াদে আবদুস সালাম ভূঁইয়া সজীব (২৮) নামে প্রবাসী বাংলাদেশিকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে তাকে তুলে নেওয়া হয়।

অপহৃতের পরিবারের দাবি, অপহরণকারীরা লোহার শিকলে বেঁধে নির্যাতনের ভিডিও পাঠিয়ে  পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে। তাদের ধারণা, এ কাজে প্রবাসে থাকা বাংলাদেশিদের কেউ জড়িত থাকতে পারেন।

আরো পড়ুন:

সজীব ফেনীর পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের পূর্ব অলকা গ্রামের আমিনুর রহমান ভূঁইয়ার ছেলে।

অপহৃত সজীবের মা জরিফা খাতুন বলেন, “অপহরণকারীরা ভিডিও কলে দেখিয়েছে, আমার ছেলেকে লোহার শিকলে বেঁধে রেখেছে। তাকে মারধর করে রক্তাক্ত করেছে। ৫ লাখ টাকা না দিলে মেরে ফেলার হুমকি দিচ্ছে। প্রবাসে থাকা বাংলাদেশিদের কেউ হয়তো এর সঙ্গে জড়িত। আমি আমার ছেলেকে সুস্থভাবে ফেরত চাই।”

পরিবারের সদস্যরা জানান, চলতি বছরের ৪ জুলাই দেশে এসে বিয়ে করেন সজীব। দুই মাস ছুটি শেষে গত ৭ সেপ্টেম্বর তিনি রিয়াদে কর্মস্থলে ফেরেন। রবিবার (২১ সেপ্টেম্বর) রাতে রিয়াদের যেদিদ সানাইয়া কোম্পানির অফিসের সামনে থেকে সজীবকে একটি গাড়িতে তুলে অজ্ঞাত স্থানে নিয়ে যায় অপহরণকারীরা। পরের দিন সকালে পরিবারের কাছে কল দিয়ে মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে হত্যা করার হুমকিও দিয়েছে তারা। ইতোমধ্যে সজীব যে প্রতিষ্ঠানে কর্মরত তারা সৌদি পুলিশের কাছে অভিযোগ করেছেন।

রিয়াদ প্রবাসী সাইদুল ইসলাম সুমন জানান, সজীবকে উদ্ধারের জন্য পুলিশ কাজ করছে। এ ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

পরশুরাম মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ নুরুল হাকিম বলেন, ‍“অপহৃত সজীবের বাবা থানায় এসে বিস্তারিত জানিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়