ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে ব্যক্তির মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:১৪, ২৩ সেপ্টেম্বর ২০২৫  
খুমেক হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে ব্যক্তির মৃত্যু 

ফাইল ফটো

খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোর পৌনে ৫টার দিকে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় পড়ে গিয়ে তিনি মারা যান। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আরো পড়ুন:

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানায়, মারা যাওয়া ব্যক্তিকে রাত সাড়ে ১২টার দিকে রূপসা ব্রিজের টোল প্লাজার পাশ থেকে আজিজুল ও ওসমান নামে দুই ব্যক্তি কীটনাশক পান করা অবস্থায় উদ্ধার করে। রাত ১টা ৫৮ মিনিটে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের ৫ নম্বর ইউনিটের (১৯-২০) ওয়ার্ডে রাখা হয়। পরবর্তীতে ওই যুবক হেঁটে বের হয়ে হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের সিঁড়ির দিকে যান। চতুর্থ তলার সিঁড়ি দিয়ে নামার সময় তিনি পড়ে যান। হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাডাঙ্গা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, “হাসপাতালের সিঁড়ি থেকে পড়ে একজনের মৃত্যু হয়েছে এমন সংবাদ শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। মারা যাওয়া ব্যক্তির পরিচয় শনাক্তে সিআইডি এবং পিবিআইয়ের বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা এসে তার পরিচয় শনাক্ত করবে।”

ঢাকা/নূরুজ্জামান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়