ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৪৮, ২৪ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ১৯:৫২, ২৪ সেপ্টেম্বর ২০২৫
ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ডিত লাশ উদ্ধার

সাগর বালা। ফাইল ফটো

ইতালিতে সাগর বালা ওরফে অভি বালা (২১) নামে এক বাংলাদেশি যুবকের খণ্ডিত লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।

নিহত সাগর বালা মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কৃষক কুমোদ বালার একমাত্র ছেলে।

আরো পড়ুন:

পারিবারিক সূত্রে জানা গেছে, গত দুই বছর ধরে ইতালির স্পোলেটোতে বসবাস করছিলেন অভি এবং স্থানীয় একটি রেস্টুরেন্টে কাজ করতেন।

অভির মামাতো ভাই শুভ বালা ইতালি থেকে জানান, কয়েকদিন আগে নিখোঁজ হন অভি। ঘটনার পর থেকে তাকে উদ্ধারে দেশটির পুলিশ তল্লাশি চালায়। গত দুই দিন আগে অভির মরদেহ উদ্ধার করা হয়।

ইতালির পুলিশের বরাতে তিনি আরো জানান, অভিকে ছুরিকাঘাতে হত্যার পর মরদেহ কয়েক টুকরো করা হয়েছে। ঘটনাস্থল থেকে অভির ব্যবহৃত বৈদ্যুতিক সাইকেলও উদ্ধার করা হয়েছে।

নিহতের বাবা কুমুদ বালা বলেন, ‘‘আমার ছেলেকে যারা হত্যা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। সেই সঙ্গে আমার ছেলের মরদেহ দেশে ফিরিয়ে আনতে ইতালি ও বাংলাদেশ সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’’

এ বিষয়ে জানতে চাইলে রাজৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ খান বলেন, ‘‘বিষয়টি শুনেছি। মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের কোনো সহযোগিতার প্রয়োজন হলে করা হবে।’’

ঢাকা/বেলাল/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়