ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শাপলা প্রতীক না পেলে সমাধান রাজপথে: সারজিস

হবিগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:০৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৫, ২৫ সেপ্টেম্বর ২০২৫
শাপলা প্রতীক না পেলে সমাধান রাজপথে: সারজিস

নির্বাচনী প্রতীকী হিসেবে শাপলা প্রতীক না দিলে এর সমাধান রাজপথেই হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত ৮টায় হবিগঞ্জ পৌর টাউন হলে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি এ হুঁশিয়ারি দেন।

আরো পড়ুন:

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সারজিস আলম বলেন, ‘‘ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনসিপিকে শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে নির্বাচন কমিশনের (ইসি) কাছে কোনো ব্যাখ্যা বা আইনগত যৌক্তিক উত্তর নেই। ব্যক্তি, গোষ্ঠী, দল বা এজেন্সির প্রভাবে কিংবা ভয়ে কমিশন প্রতীক দিচ্ছে না। অথচ সব আইনি প্রক্রিয়া মেনে বৈধভাবেই প্রতীক চাওয়া হয়েছে। কমিশন চাইলে সহজেই শাপলা প্রতীক অন্তর্ভুক্ত করতে পারে। আমরা বিশ্বাস করি, এনসিপি শাপলা প্রতীক নিয়েই নির্বাচনে অংশ নেবে। প্রতীক না দিলে সমাধান হবে রাজপথে।’’

এ সময় আরো উপস্থিত ছিলেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক (উত্তরাঞ্চল) নাহিদ উদ্দিন তারেক, মৌলভীবাজারের মুখ্য সংগঠক প্রীতম দাশ, সুনামগঞ্জের সংগঠক এহতেশাম হক প্রমুখ।

ঢাকা/মামুন/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়