ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৫৩ বছর ধরে দেশে অশান্তির আগুন জ্বলছে: রেজাউল করীম

ঝালকাঠি প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ২৫ সেপ্টেম্বর ২০২৫   আপডেট: ২২:৫৬, ২৫ সেপ্টেম্বর ২০২৫
৫৩ বছর ধরে দেশে অশান্তির আগুন জ্বলছে: রেজাউল করীম

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (চরমোনাই পীর) বলেছেন, ‘‘গত ৫৩ বছর ধরে দেশে অশান্তির আগুন জ্বলছে। এই আগুন নেভানোর জন্য শান্তির প্রতীক হাতপাখার বাতাস লাগবে।’’

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঝালকাঠি জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

চরমোনাই পীর বলেন, ‘‘বাংলাদেশে অনেক ছাত্র সংগঠন রয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন ছাড়া বাকি সব সংগঠনের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়মের অভিযোগ উঠেছে।’’

ঝালকাঠি-২ আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী হিসেবে ডা. সিরাজুল ইসলাম সিরাজীর হাতে হাতপাখা তুলে দিয়ে তিনি বলেন, ‘‘সিরাজীকে আমানত হিসেবে রেখে গেলাম। গত ৫৩ বছর অনেক নেতার নেতৃত্ব দেখেছি। এবার ইসলামের নীতি ও আদর্শে বিশ্বাসী নেতার নেতৃত্ব দেখতে চাই।’’

ঢাকা/অলোক/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়