ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জুলাই আন্দোলনে কারাবরণকারী সাজিদ আর নেই

সাতক্ষীরা প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৭, ২৬ সেপ্টেম্বর ২০২৫  
জুলাই আন্দোলনে কারাবরণকারী সাজিদ আর নেই

সাজিদ মাহমুদ

জুলাই গণঅভ্যুত্থানে কারাবরণকারী সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সাজিদ মাহমুদ (২৫) হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ভোরে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাজিদ মাহমুদ দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সংগঠক ছিলেন। আন্দোলনের অংশ নেওয়ার জন্য তাকে কারাবরণ করতে হয়। 

আরো পড়ুন:

সাতক্ষীরা শহর ছাত্রদলের সদস্য সচিব শহিন ইসলাম জানান, সাজিদ বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আজ শুক্রবার (২৭ সেপ্টেম্বর) জুমার নামাজের পর জানাজা শেষে তাকে পারুলিয়ায় গ্রামের বাড়িতে দাফন করা হয়েছে।  

ঢাকা/শাহীন/বকুল

সর্বশেষ

পাঠকপ্রিয়