বগুড়ায় মদপানে আরো দুজনের মৃত্যু, নিহত বেড়ে ৪
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
বগুড়ায় অতিরিক্ত মদপানে অসুস্থ আরো দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে। তারা সবাই শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর মধ্যে, শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে আব্দুল মানিক (২৫) ও বিকেলে আব্দুল্লাহেল কাফি (৩০) মারা যান। এর আগে, বৃহস্পতিবার নাছিদুল ইসলাম (২৭), মঙ্গলবার মারা যান মিজানুর রহমান মণ্ডল (৫০)।
নিহত চারজনই বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন রঞ্জু মিয়া (২৮) নামের এক যুবক।
শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘‘গত ২ অক্টোবর সন্ধ্যায় বেলতলা এলাকায় কয়েকজন একসঙ্গে বসে মদপান করেন। পরে তারা অসুস্থ হয়ে পড়লে প্রথমে বাড়িতেই চিকিৎসা নেন। অবস্থা অবনতি হলে ৪ অক্টোবর পরিবারের লোকজন তাদের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৪ জন মারা গেছেন। এ ঘটনায় এখনো একজন হাসপাতালে চিকিৎসাধীন। তবে, তারা কোন ধরনের মদ খেয়েছে সেটা জানা যায়নি। নিহতদের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।’’
ঢাকা/এনাম/রাজীব