ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

১০ হাজার ইয়াবাসহ রেলওয়ে পুলিশ সদস্য গ্রেপ্তার

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২৩, ১৩ অক্টোবর ২০২৫  
১০ হাজার ইয়াবাসহ রেলওয়ে পুলিশ সদস্য গ্রেপ্তার

১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রেলওয়ে পুলিশের সদস্য মহিবুর রহমান রিমন গ্রেপ্তার করেছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।

যশোরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) কর্মকর্তাদের অভিযানে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ইয়াবা বহনকারী রেলওয়ে পুলিশের সদস্য মহিবুর রহমান রিমনকে (৩১) গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সদর উপজেলার ইছালি ইউনিয়নের মনোহরপুর এলাকায় যশোর-মাগুরা মহাসড়কে অভিযান চালিয়ে রিমনকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আরো পড়ুন:

রিমন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের মাছিজিদ্দা গ্রামের শাহ আলমের ছেলে। তিনি চিটাগং রেলওয়ে পুলিশে কর্মরত। 

চিটাগং রেলওয়ে পুলিশ সুপার (এসপি) সাকিলা সুলতানা জানান, মহিবুর রহমান রিমন চিটাগং রেলওয়ে পুলিশে কর্মরত।

যশোরের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আসলাম হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিশ্বাস ফিলিং স্টেশনের পাশে দাঁড়ানো সোহাগ পরিবহনের যাত্রী রিমনের ব্যাগ তল্লাশি করে ১০ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যশোর জেলা কার্যালয়ের পরিদর্শক নাজমুল হোসেন খাতিনি বাদী হয়ে রিমনের বিরুদ্ধে মামলা করেছেন। 
 

ঢাকা/প্রিয়ব্রত/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়