ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:৩৪, ১৬ অক্টোবর ২০২৫  
শ্রীনগরে ঘরে আগুন লেগে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু 

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় ঘরে লাগা আগুনে দগ্ধ হয়ে সামেলা বেগম (৬৮) নামে পক্ষাঘাতগ্রস্ত নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার শ্যামসিদ্ধ ইউনিয়নের গাদিঘাট মিত্তেরহাটি এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার বাড়িতে মারা যান তিনি।

আরো পড়ুন:

স্থানীয়রা জানান, বাড়িতে সামেলা বেগম একাই ছিলেন। তিনি দীর্ঘদিন ধরে পক্ষাঘাতগ্রস্ত। তার পরিবারের সদস্যরা এক আত্মীয়ের দাফন কাজে বাইরে ছিলেন। হঠাৎ সালেমা বেগমের ঘরে আগুন দেখে এলাকাবাসী ফায়ার সার্ভিসে খবর দেন। শ্রীনগর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে রাত ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত সামেলা বেগমের স্বামী আব্দুর রাজ্জাক জানান, ঘটনার সময় তিনি বাড়িতে ছিলেন না। আগুনে তাদের সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। 

শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েল থেকে আগুনের সূত্রপাত। দুইটি ঘর সম্পূর্ণভাবে পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে সামেলা বেগমের দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে।

ঢাকা/রতন/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়