ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২২ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:২৩, ১৬ অক্টোবর ২০২৫   আপডেট: ১৪:৪০, ১৬ অক্টোবর ২০২৫
সরকারকে সবাই ব্যস্ত রেখেছে যেন নির্বাচন না হয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর

পিআর নিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর বলেছেন, “অন্তর্বর্তী সরকারকে সবাই ব্যতিব্যস্ত করে রেখেছে- যেন নির্বাচন না হয়। জনগণ নির্বাচন চায়। ভোট নিয়ে কোনো আপস হবে না।”

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁওয়ের বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। 

আরো পড়ুন:

মির্জা ফখরুল বলেন, “জনগণ ভোট দিতে চায়। ভোট দিয়ে তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। মানুষ এবার আপস করবে না। তাই আসেন, পিআর বাদ দিয়ে সঠিকভাবে নির্বাচন করি। যারা জিতবে তারা সরকার গঠন করবে। সবাইকে নিয়ে আমরা বিভিন্ন সমস্যা সমাধান করব।” 

জনগণের সেবা করার সুযোগ চেয়ে মির্জা ফখরুল বলেন, “আমরা পরীক্ষিত দল। আমরা সরকারে ছিলাম। আপনাদের জন্যে আবারো আমরা কাজ করতে চাই। আমরা যদি ক্ষমতায় আসি, তাহলে আমাদের দেওয়া ৩১ দফা পূরণ করব।” 

ঢাকা/মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়