ঢাকা     শুক্রবার   ১৯ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩১, ১৬ অক্টোবর ২০২৫  
টাঙ্গাইলে ত্রিমুখী সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইলের মধুপুরে ব্যাটারিচালিত ভ্যান, মাহিন্দ্রা ও পিকআপের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে মাহিদ্রার ২ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১০ জন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিকেলে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের বড়বাইদ এতিমখানা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ত্রিমুখী সংঘর্ষে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং মাহিন্দ্রার ২ যাত্রী ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন।

মধুপুর থানার অরনখোলা পুলিশ ফাঁড়ির এসআই বিমল চন্দ্র পাইন বলেন, “নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনাকবলিত যানবাহনগুলো জব্দ এবং সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।’’

ঢাকা/কাওছার/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়