ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৩৪, ১৭ অক্টোবর ২০২৫  
নীলফামারীতে গৃহবধূকে কুপিয়ে হত্যা

নীলফামারীর ডোমার উপজেলার পাঙ্গা মটকপুর ইউনিয়নের মাস্টারপাড়া এলাকায় নিজ বাড়িতে জহুরা বেগম (৪০) নামে এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। নিহত জহুরা বেগম ওই এলাকার রহিদুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৬ অক্টোবর) ৩টার দিকে তাকে হত্যা করা হয়।

আরো পড়ুন:

শুক্রবার (১৭ অক্টোবর) বিকেলে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম হত্যার তথ্য জানিয়েছেন। পরিবারের সদস্যরা বলেন, ‘‘গভীর রাতে ঘর থেকে চিৎকার শুনে ছুটে গিয়ে জহুরা বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে পুলিশকে খবর দেওয়া হয়।’’

খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নীলফামারী সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে মামলা করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।”

ঢাকা/সিথুন/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়