ঢাকায় নামতে না পেরে ৪ ফ্লাইটের চট্টগ্রামে অবতরণ
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম
ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ফলে সেখানে অবতরণ করতে না পেরে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চারটি ফ্লাইট অবতরণ করেছে।
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল এ তথ্য জানিয়েছেন।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিমানবন্দরে কার্গো ভিলেজে অগ্নিকাণ্ড ঘটেছে। সেই আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি। ফলে সেখানে অবতরণ করতে না পারায় চারটি ফ্লাইট চট্টগ্রাম বিমানবন্দরে পাঠানো হয়েছে।
এর মধ্যে দুটি চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ (ডমেস্টিক) ফ্লাইট এবং দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটগুলোর মধ্যে একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী এবং অন্যটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী ফ্লাইট।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বর্তমানে স্বাভাবিকভাবে চলছে।
ঢাকা/রেজাউল/বকুল