মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ১
মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ফাইল ফটো
মাদারীপুরে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে শাহ আলম মাতুব্বর (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিন জন।
রবিবার (১৯ অক্টোবর) শহরের ইটেরপুল আঞ্চলিক মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহত শাহ আলম মাতুব্বর সদর উপজেলার ঘটমাঝি ইউনিয়নের মৃত হোসেন মাতুব্বরের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে রাজৈর উপজেলার আমগ্রাম এলাকা থেকে মাহিন্দ্রাযোগে মাদারীপুরের উদ্দেশে রওনা দেন শাহ আলম মাতুব্বরসহ কয়েকজন যাত্রী। ইটেরপুল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মাহিন্দ্রার সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রাটি উল্টে চার জন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে শাহ আলমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। কিন্তু, পথেই তার মৃত্যু হয়।
মাদারীপুর সদর থানার ওসি মো. আদিল হোসেন বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি।”
ঢাকা/বেলাল/রাজীব