ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আদালতে হাজিরা শেষে সাবেক এমপি মুক্তিকে কারাগারে প্রেরণ

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২৫, ১৯ অক্টোবর ২০২৫  
আদালতে হাজিরা শেষে সাবেক এমপি মুক্তিকে কারাগারে প্রেরণ

সাবেক সংসদ সদস্য বি এম কবিরুল হক মুক্তিকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) ও আওয়ামী লীগ নেতা বি এম কবিরুল হক মুক্তিকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন কালিয়া আমলী আদালতের বিচারক রত্মা সাহা। রবিবার (১৯ অক্টোবর) সকালে একটি নিয়মিত মামলায় তাকে হাজির করা হলে আদালত এ আদেশ দেন। 

নড়াইল আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট আজিজুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। 

আরো পড়ুন:

কড়া পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়ে মুক্তিকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত প্রাঙ্গণে এ সময় স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মীর উপস্থিতি লক্ষ্য করা যায়।

আদালত সূত্রে জানা গেছে, কালিয়া থানায় শেখ মনিরুজ্জামান মনা বাদী হয়ে ২০২৪ সালের ১২ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৬। সেই মামলায় নিয়মিত হাজিরার অংশ হিসেবে মুক্তিকে আদালতে হাজির করা হয়।

গত ১৪ অক্টোবর দুপুর ২টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে প্রিজন ভ্যানে করে মুক্তিকে নড়াইল জেলা কারাগারে আনা হয়।

কবিরুল হক নড়াইল-১ আসন থেকে ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। গত বছর গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির অনেক নেতার মতো কবিরুলও আত্মগোপনে চলে যান। শেষ পর্যন্ত গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশনও।

ঢাকা/শরিফুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়