ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা, আহত ৩

বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৫৩, ১৯ অক্টোবর ২০২৫  
বাগেরহাটে পিসি কলেজ ছাত্রদল সভাপতির ওপর হামলা, আহত ৩

বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র (পিসি) কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় হামলা করা হয়।

বাগেরহাট সরকারি প্রফুল্লচন্দ্র (পিসি) কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি বেল্লাল শেখের ওপর হামলা করা হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে কলেজ ক্যাম্পাসের পালকিঘর এলাকায় হামলা করা হয়।

হামলায় বেল্লাল শেখ ছাড়াও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আয়শা আক্তারসহ দুইজন আহত হয়েছেন।

আরো পড়ুন:

বেল্লাল শেখ সরকারি পিসি কলেজের ডিগ্রি শেষ বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি মোরেলগঞ্জ উপজেলার পঞ্চকরণে হলেও পড়াশোনার কারণে তিনি জেলা সদরের দশানী এলাকায় বসবাস করেন।

শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট সরকারি পিসি কলেজ শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। সেখানে বেল্লাল শেখকে সভাপতি এবং রেদওয়ান কাদেরকে সাধারণ সম্পাদক করা হয়।

বেল্লাল শেখ জানান, নবগঠিত কমিটিকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হামলা করা হয়েছে। তিনি ও তার অনুসারীরা কলেজের পালকিঘর সংলগ্ন পুকুরপাড়ে গেলে প্রতিদ্বন্দ্বী পক্ষ তাদের ওপর হামলা চালায়। এতে কিল, ঘুষি ও লাঠির আঘাতে কয়েকজন আহত হয়েছে।

তিনি বলেন, ‘‘আমরা নবগঠিত কমিটির সদস্যরা শিক্ষকদের সঙ্গে দেখা করে বের হওয়ার পর আমাদের ওপর অতর্কিত হামলা চালানো হয়। কারা হামলা করেছে, সেটা এখনই বলতে পারছি না। আমি মানসিকভাবে চাপে আছি।’’

ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানান, হামলাকারীদের মধ্যে নবগঠিত কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শাহারিয়ার সামিরসহ কয়েকজন ছিলেন। ঘটনাটি ভিডিও করতে গেলে এক ছাত্রীর মোবাইল পুকুরে ফেলে দেওয়া হয় এবং তাকে হুমকি দেওয়া হয়।

অভিযুক্ত শাহারিয়ার সামির বলেন, ‘‘আমি দুই দিন ধরে অসুস্থ। কী ঘটেছে, জানি না।’’

নবগঠিত কলেজ কমিটির সাধারণ সম্পাদক রেদওয়ান কাদের বলেন, ‘‘ঘটনার পর আমি কলেজে গিয়ে দোকানদার ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি। তারা হামলার কথা জানিয়েছে, তবে কারা জড়িত তা কেউ নিশ্চিতভাবে বলেনি। বিষয়টি নিয়ে আমরা সাংগঠনিকভাবে আলোচনা করছি।’’

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদ-উল-হাসান বলেন, ‘‘ঘটনাটি শুনেছি। তবে কোনো অভিযোগ এখনো পাইনি। কেউ লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’’

শনিবার (১৮ অক্টোবর) বাগেরহাট জেলার ৩০টি কলেজ ও মাদ্রাসা শাখা ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় সংসদ। এরপর থেকে বিভিন্ন কমিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও দলীয় পর্যায়ে আলোচনা-সমালোচনা শুরু হয়।

রবিবার (১৯ অক্টোবর) দুপুরে নবগঠিত কমিটি প্রত্যাখ্যান করে শরণখোলা ডিগ্রি কলেজে বিক্ষোভ মিছিল করে স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা। তারা অভিযোগ করেন, ‘‘নতুন কমিটিতে ছাত্রলীগ-সমর্থিতদের স্থান দেওয়া হয়েছে।’’

বাগেরহাট জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোল্লা আতিকুর রহমান রাসেল বলেন, ‘‘চার-পাঁচ বছর পর কলেজ কমিটি হয়েছে। কিছু অভিযোগ এসেছে। যদি সত্য প্রমাণিত হয়, দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আর আজকের হামলায় কেউ দলীয় কর্মী জড়িত থাকলে তার বিরুদ্ধেও কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’’

তিনি আরো বলেন, ‘‘যদি হামলাকারীরা বহিরাগত হয়, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।’’ 

ঢাকা/শহিদুল/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়