ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৩৪, ২০ অক্টোবর ২০২৫  
তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল যুবকের

ফাইল ফটো

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় তৌসিফ খান মুসা (২২) নামের এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুই জন। তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

রবিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার শালবাহান ইউনিয়নের বোয়ালমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুসা তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়ার দরগাশিং গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের শিক্ষার্থী ও রক্তযোদ্ধা ছিলেন।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে মুসাসহ তিন জন বুড়াবুড়ি এলাকা থেকে অনুষ্ঠান দেখে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। বোয়ালমারী এলে সড়কে একটি শিয়ালের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লাগে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলকে ধাক্কা দিলে তারা সড়কে ছিটকে পড়েন। স্থানীয়রা তিন জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুসাকে মৃত ঘোষণা করেন। অপর দুজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

তেঁতুলিয়া হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) দেবাশীষ রায় বলেন, ‘‘রাতে বোয়ালমারী এলাকায় শিয়ালের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনায় একজন মারা গেছেন। সঙ্গে শিয়ালটিও মারা গেছে।’’

ঢাকা/নাঈম/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়