বিএনপি নেতার বিরুদ্ধে মুয়াজ্জিনকে লাঞ্ছিতের অভিযোগ
মৌলভীবাজার সংবাদদাতা || রাইজিংবিডি.কম
মৌলভীবাজারের শ্রীমঙ্গল জামে মসজিদের মুয়াজ্জিন (খাদিম) আব্দুল লতিফকে লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে পৌর বিএনপির আহ্বায়ক জয়নাল চৌধুরীর বিরুদ্ধে। সোমবার (২০ অক্টোবর) জোহরের নামাজের পরে মসজিদের ভেতর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সোমবার জোহরের নামাজের পর মুয়াজ্জিন আব্দুল লতিফ মসজিদের দরজা লাগাচ্ছিলেন। এ সময় মসজিদের ভেতরে উপস্থিত বিএনপি নেতা জয়নাল চৌধুরী দরজা লাগানোর শব্দে ক্ষিপ্ত হয়ে বলেন, “শব্দ হলো কেন?”, এরপর তিনি মুয়াজ্জিনের ওপর চড়াও হন।
এলাকাবাসীর অভিযোগ, জয়নাল চৌধুরী কোনো কথা না শুনেই মুয়াজ্জিন আব্দুল লতিফকে ধমক ও মারধর করেন। এ ঘটনায় মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। এশার নামাজের পর উপস্থিত মুসল্লিরা প্রতিবাদ জানালে উত্তেজনা দেখা দেয়। পরে সর্বদলীয় ইসলামী ছাত্র ঐক্য পরিষদ ও স্থানীয় মুসল্লিদের উদ্যোগে বিক্ষোভ মিছিল হয়। বিক্ষোভ শেষে প্রতিবাদকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ভিডিও ফুটেজে দেখা গেছে, স্থানীয় মুসল্লিদের তীব্র প্রতিবাদের মুখে অভিযুক্ত জয়নাল চৌধুরীকে পুলিশ হেফাজতে নিচ্ছে। পুলিশ বিএনপি নেতাকে হেফাজতে নেওয়ার বিষয়টি অস্বীকার করে।
ভুক্তভোগী মুয়াজ্জিন আব্দুল লতিফ বলেন, “আমি প্রতিদিনের মতো নামাজ শেষে দরজা লাগাচ্ছিলাম। হঠাৎ করে জয়নাল সাহেব এসে রেগে গিয়ে আমাকে ধমক দেন। আমি কিছু বলার আগেই, তিনি আমার গায়ে হাত তোলেন। আমি ১৫ বছর ধরে এই মসজিদে সেবা করছি, কখনো এমন আচরণ পাইনি। আমি আল্লাহর ঘরে অপমানিত হয়েছি— এটা খুব কষ্টের।”
শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহ্বায়ক ও মসজিদ কমিটির উপদেষ্টা নূরে আলম সিদ্দিকী বলেন, “এটি একটি অপ্রত্যাশিত ঘটনা। আমরা বিষয়টি সমাধানের চেষ্টা করছি।”
শ্রীমঙ্গল থানার ওসি আমিনুল ইসলাম জানান, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা অভিযোগ নিয়ে এসেছিলেন, আবার সংশোধন করবেন বলে গিয়েছেন। এখনো আসেননি। পুলিশ কাউকে হেফাজতে নেয়নি।
ঢাকা/আজিজ/মাসুদ