ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৯:১৭, ২১ অক্টোবর ২০২৫   আপডেট: ০৯:১৮, ২১ অক্টোবর ২০২৫
মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ বন্ধুর

দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার কুচিয়ামোড়া ধলেশ্বরী সেতুর উপর সার্ভিস সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই বন্ধু নিহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সড়ক থেকে রক্তাক্ত অবস্থায় দুজনের মরদেহ উদ্ধার করে হাঁসাড়া হাইওয়ে থানা পুলিশ।

নিহতরা হলেন- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার শেখরনগর ইউনিয়নের ঘনশ্যামপুর এলাকার সেন্টু ভুইয়ার ছেলে ইমন ভুইয়া (২৬) ও ঢাকার নবাবগঞ্জ এলাকার সামিউল ইসলাম (২৭)।

পুলিশ ও ফায়ার সার্ভিসের ধারণা ঢাকার দিক থেকে আসা মোটরসাইকেলটি এক্সপ্রেসওয়ের কুচিয়ামোড়া পুরাতন ব্রিজ এলাকার সার্ভিস সড়ক দিয়ে মাওয়ার দিকে যাচ্ছিলো। সেসময় পেছন দিক থেকে আসা অজ্ঞাত কোনো গাড়ি মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারায় অথবা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুজন সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হন।

বিষয়টি নিশ্চিত করে মুন্সীগঞ্জ শ্রীনগর হাঁসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু নাঈম সিদ্দিকী জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে মহাসড়কে পড়ে থাকা দুটি রক্তাক্ত মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসা হয়। ধারণা করা হচ্ছে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বা মোটরসাইকেলের অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। বিস্তারিত তদন্ত করে পরে জানানো হবে। 

নিহতদের মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

ঢাকা/রতন/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়