ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নড়াইলে গরু চুরি করে পালানোর সময় দুজন গ্রেপ্তার 

নড়াইল প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৫৮, ২১ অক্টোবর ২০২৫  
নড়াইলে গরু চুরি করে পালানোর সময় দুজন গ্রেপ্তার 

নড়াইলের লোহাগড়া উপজেলায় গরু চুরি করে পিকআপ ভ্যানে পালানোর সময় দুজনকে গ্রেপ্তার করেছে লোহাগড়া থানা পুলিশ। তবে, অপর তিন চোরকে ধরা যায়নি। গ্রেপ্তার দুজন হলেন— লোহাগড়া উপজেলার চর মল্লিকপুর গ্রামের মিজানুর শেখের ছেলে রুবেল শেখ (৩৮) এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে মাসুদ রানা (৩৫)।

সোমবার (২০ অক্টোবর) রাত ৮টায় লোহাগড়া থানার হল রুমে প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানিয়েছেন লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শরিফুল ইসলাম।

ওসি বলেন, সোমবার ভোর রাতে লোহাগড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তজিরুলসহ সঙ্গীয় ফোর্সদের সমন্বয়ে পুলিশের একটি দল রাত্রিকালীন টহল ডিউটি করছিল। কুন্দসী মোড়ে একটি পিকআপ ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে থামার জন্য সংকেত দেওয়া হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়িচালক দিক পরিবর্তন করে দ্রুত গাড়ি চালিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশ তাদের ধাওয়া করতে থাকে। একপর্যায়ে কালনা চর করফা মাদ্রাসার সামনে গরুসহ গাড়িটি জব্দ করা হয়। গাড়িতে থাকা তিনজন পালিয়ে গেলেও দুই চোরকে গ্রেপ্তার করা হয়েছে। ৫৫ হাজার টাকা দামের একটি গরু ও পিকআপ ভ্যান জব্দ করেছে পুলিশ।

এ ঘটনায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। 

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে জানিয়েছেন, গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

ঢাকা/শরিফুল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়