ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

শিক্ষার্থী ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ১৬০ স্কুলে হচ্ছে প্লেগ্রাউন্ড

টাঙ্গাইল প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:২২, ২১ অক্টোবর ২০২৫  
শিক্ষার্থী ঝরে পড়া রোধে টাঙ্গাইলের ১৬০ স্কুলে হচ্ছে প্লেগ্রাউন্ড

টাঙ্গাইলে প্রাথমিক বিদ্যালয় থেকে শিক্ষার্থী ঝরে পড়া রোধে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। প্রত্যন্ত অঞ্চলের ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণ করা হচ্ছে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে দোলনা, স্লিপার, ব্যালেন্সার, বাসকেট বল, প্রজাপতি ফটো ফ্রেম, রোপ ল্যাডার ও বাংলদেশের মানচিত্রসম্বলিত ম্যুরাল নির্মাণ করা হচ্ছে। 

‘বিশ্বকে বদলে দিতে, বিকশিত হই আনন্দের সাথে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে টাঙ্গাইল সদর উপজেলার খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড উদ্বোধন করেন জেলা প্রশাসক শরীফা হক। 

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সঞ্জয় কুমার মহন্ত, টাঙ্গাইল পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা আনিসুর রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহীন মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দেওয়ান আসিফ পেলে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. সাহাব উদ্দিন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. আক্তারুজ্জামান, টাঙ্গাইল প্রেস ক্লাবের সভাপতি জাফর আহমেদ প্রমুখ। 

খাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী হাফিজুর রহমান ও নুসরাত আক্তার বলেছেন, আমাদের বিদ্যালয়ে আগে স্লিপার, ব্যালেন্সার ও বাসকেটবলসহ বিভিন্ন খেলাধুলার সামগ্রী ছিল না। এখন আমরা টিফিন পিরিয়ডে ও ক্লাস শুরুর আগে-পরে খেলা করতে পারব। সব মিলিয়ে খুব ভালো লাগছে। 

বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহীনা খন্দকার বলেন, শহরের শিক্ষার্থীদের মতো প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীরা এত সচেতন নয়। খেলাধুলার সরঞ্জাম দেওয়ায় শিক্ষার্থীদের ঝরে পড়া অনেক কমবে।

জেলা প্রশাসক শরীফা হক বলেছেন, একটি জাতির সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে শিশুরা। পৃথিবীর যা কিছু সুন্দর, সত্য এবং শুদ্ধ, তার মধ্যে দিয়ে শিশুদের বড় করে তোলা আমাদের দায়িত্ব। শিশুদের সর্বোচ্চ বিকাশ ঘটে তখনই যখন তারা আনন্দের সাথে বেড়ে ওঠার সুযোগ পায়। মূলত, শিশুদের শারীরিক, মানসিক ও সামাজিক বিকাশ নিশ্চিত করতে এবং স্কুল থেকে ঝরে পড়া রোধ করতেই প্রান্তিক জনগোষ্ঠীর ১৬০টি প্রাথমিক বিদ্যালয়ে প্লেগ্রাউন্ড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা যেন সব সময় নিজের দেশকে হৃদয়ে লালন করে এবং দেশকে ভালোবাসতে শেখে, সেজন্য প্লেগ্রাউন্ডের পাশাপাশি তাদের জন্য বাংলাদেশের মানচিত্রের ম্যুরাল স্থাপনেরও উদ্যোগ নেওয়া হয়েছে।

ঢাকা/কাওছার/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়