ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বগুড়ায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ, তিনজনকে ছুরিকাঘাত

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:২০, ২৩ অক্টোবর ২০২৫  
বগুড়ায় দুই মহল্লাবাসীর সংঘর্ষ, তিনজনকে ছুরিকাঘাত

বগুড়ায় দুই মহল্লাবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় উভয় পক্ষের ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- শহরের উত্তর চেলোপাড়ার মান্তা পট্টির মিরাজের ছেলে রবিন (২৫), পিচ্চি মিয়া (২২) ও পশ্চিম নারুলীর মৃত জাবুল প্রামাণিকের ছেলে আশরাফ (২৮)।

স্থানীয় সূ‌ত্র জানায়, আধিপত্য বিস্তার নিয়ে মান্তা পট্টি ও পশ্চিম নারুলীবাসীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই মহল্লাবাসী সংঘর্ষে জড়ায়। এ সময় উভয় পক্ষের ছুরিকাঘাতে তিন জন আহত হয়েছেন। পশ্চিম নারুলী গ্রামের কয়েকটি বাড়িঘর ও দোকানপাটে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বগুড়া সদর থানার ওসি হাসান বাসির বলেন, ‘‘দুই মহল্লাবাসীর সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’’

ঢাকা/এনাম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়