ছাতকে নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি
সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম
নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় বন্যা থেকে বাঁচতে নির্মাণাধীন রেলপথে সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
শুক্রবার (৭ নভেম্বর ) বিকালে উপজেলার মাধবপুর গ্রামে ছাতক-সিলেট রেলসড়কে অনুষ্ঠিত এক মানববন্ধনে এই দাবি জানানো হয়। এতে কালারুলা ইউনিয়নের খারগাও মাধবপুর, চানপুর, বিল্লাই ও লামাপাড়া গ্রামবাসী অংশ নেন।
পানি নিষ্কাশনের জন্য রেলপথে সেতু নির্মাণ না হলে কাজ বন্ধ করে দেওয়াসহ আন্দোলনের হুঁশিয়ারি দেন এলাকাবাসী।
সাবেক উইপি সদস্য লুৎফর রহমান মানিকের সভাপতিত্বে ও সাইফ উদ্দিনের সঞ্চালনায় এতে বকব্য রাখেন, সেলিম মিয়া, হাজী রুবেল, শাহীন আলম, নিজাম উদ্দিন, মখলিছ আলী, সুমন মিয়া, বাবলু মিয়া প্রমুখ।
ঢাকা/মনোয়ার/এস