হাসিনার ব্লাঙ্ক চেকের অফারেও আপস করিনি: মীর স্নিগ্ধ
বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বগুড়ায় ছাত্র-জনতার সমাবেশে জুলাই শহীদ মীর মুগ্ধের ভাই মীর স্নিগ্ধ বলেছেন, ‘‘ভাইয়ের মৃত্যুর পর হাসিনা ব্লাঙ্ক চেকের অফার দিয়েছে। সেই অফার ফিরিয়ে দিয়েছি, তবু হাসিনার সঙ্গে আপস করিনি।’’
রবিবার (৯ নভেম্বর) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলার মীর মুগ্ধ স্কয়ারে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত ছাত্র-জনতা সমাবেশে তিনি এ মন্তব্য করেন। সমাবেশের সভাপতিত্ব করেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী মীর শাহে আলম।
মীর স্নিগ্ধ বলেন, ‘‘পুণ্যভূমি শিবগঞ্জ থেকে প্রথম রাজনৈতিক বক্তৃতার সুযোগ পাওয়ায় নিজেকে গর্বিত মনে করছি। ছোট থেকেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আপসহীনতা দেখেছি। তার আদর্শে উজ্জীবিত হয়েই বিএনপিতে যোগ দিয়েছি। তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে দেশজুড়ে জুলাই যোদ্ধাসহ সকল তরুণ-যুবকদের একত্রিত করে ফ্যাসিবাদী ব্যবস্থা চিরজীবনের জন্য বিলুপ্ত করা হবে।’’
তিনি আরো বলেন, ‘‘খুনি হাসিনা আমার ভাইসহ দুই হাজার ভাই-বোনকে হত্যা, ২০ হাজার জনকে আহত করেছে। তার বিচার এ দেশে হতেই হবে।’’
এর আগে, মীর স্নিগ্ধ দুপুরে ঐতিহাসিক মহাস্থানগড়ে হযরত শাহ সুলতান বলখী মাহিসাওয়ার (রহ.) এর মাজার জিয়ারত করেন। মাজার জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, তরুণদের সঙ্গে নিয়ে দেশের রাজনীতিতে ইতিবাচক পরিবর্তন আনাই তার লক্ষ্য। এ জন্য বিএনপিতে যোগ দিয়েছেন তিনি।
ঢাকা/এনাম/রাজীব