ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ডোমারে ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুজন গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০০, ১১ নভেম্বর ২০২৫  
ডোমারে ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুজন গ্রেপ্তার

নীলফামারীর ডোমারে পৃথক দুটি ভাঙচুরের মামলায় স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে তাদেরকে নীলফামারী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার দুজন হলেন— হরিনচড়া ইউনিয়নের হংসরাজ গ্রামের মৃত বিরেন্দ্র নাথ রায়ের ছেলে ও ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি প্রদীপ চন্দ্র রায় (৫০) এবং ডোমার পৌরসভার চিকনমাটি ধনীপাড়া এলাকার ফারুখ হোসেনের ছেলে ও ওয়ার্ড যুবলীগের সদস্য ইস্তিক (৩৭)।

পুলিশ জানিয়েছে, ইস্তিক ডোমার উপজেলা জামায়াতে ইসলামীর কার্যালয় ভাঙচুরের মামলার আসামি। প্রদীপ চন্দ্র রায় ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দলীয় এমপি পদপ্রার্থীর গাড়িতে হামলা মামলার আসামি।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম বলেছেন, “সোমবার রাতে উপজেলার বিভিন্ন জায়গা থেকে তাদেরকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে তাদেরকে আদালতে নেওয়া হয়েছে।”

ঢাকা/সিথুন/রফিক 

সর্বশেষ

পাঠকপ্রিয়