ঢাকা     মঙ্গলবার   ১৬ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ইট তৈরির মেশিনে আটকে প্রাণ গেল শ্রমিকের

যশোর (অভয়নগর) সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৩ নভেম্বর ২০২৫   আপডেট: ১৯:৩৭, ১৩ নভেম্বর ২০২৫
ইট তৈরির মেশিনে আটকে প্রাণ গেল শ্রমিকের

যশোরের মনিরামপুরে ইট তৈরির মেশিনে (মাটি প্রস্তুতের জন্য মোটর দিয়ে তৈরি যন্ত্রাংশ) আটকে জাকির মোড়ল (৪৫) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে উপজেলার সরুপদাহ এলাকায় ‘মেসার্স বোল্ড ব্রিকস’ নামের ইটভাটায় এ ঘটনা ঘটে। নিহত জাকির মোড়ল উপজেলার মুন্সিখানপুর গ্রামের মৃত আব্দুল খালেক মোড়লের ছেলে।

আরো পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় দুই বছর ধরে মেসার্স বোল্ড ব্রিকসে শ্রমিক হিসেবে কাজ করছেন জাকির। প্রতি বৃহস্পতিবার তিনি ইট তৈরির মেশিন পরিষ্কার করতেন। আজ দুপুরে ইট তৈরির মেশিন পরিষ্কারের সময় অসাবধানতাবশত তাতে আটকে যান জাকির। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩ ঘণ্টার চেষ্টায় জাকিরের মরদেহ উদ্ধার করে।

ভাটার মালিক আমিনুর ইসলাম লাল্টু বলেন, ‘‘ভাটা মালিকদের পক্ষ থেকে যতটুকু সম্ভব জাকিরের পরিবারকে সহযোগিতা করা হবে।’’

মনিরামপুর থানার ওসি বাবলুর রহমান খান বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে জাকিরের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’

ঢাকা/প্রিয়ব্রত/রাজীব

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়