ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৪, ১৫ নভেম্বর ২০২৫  
নীলফামারীতে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

নীলফামারীতে পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- কলেজ স্টেশন ছোট ঈদগাহ মাঠ নীলকুঞ্জ এলাকার জহুরুল ইসলাম মাসুদের মেয়ে তানহা আক্তার ও একই এলাকার মতিউর রহমানের মেয়ে সাবরিন আক্তার।

স্থানীয় সূত্র জানায়, দুই শিশু বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল। হঠাৎ পা পিছলে পুকুরে পরে যায় তারা। দীর্ঘ সময় পরে দুই শিশুর দেহ পুকুরে ভাসতে দেখেন স্থানীয়রা। উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাদের মৃত ঘোষণা করেন।

নীলফামারী সদর থানার ওসি এম আর সাঈদ বলেন, ‘‘আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’’

ঢাকা/সিথুন/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়