ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার

ফরিদপুর প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৫৬, ২৫ নভেম্বর ২০২৫  
ফরিদপুরে শ্রমিকদল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার

ফরিদপুরে পৃথক স্থান থেকে শ্রমিক দল নেতাসহ দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালে ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের কবিরপুর চর এলাকা থেকে পদ্মা নদীতে ভাসমান অবস্থায় আবেদুর রহমান আন্নু নামের এক ব্যক্তির মহদেহ উদ্ধার করে নৌ পুলিশ।  

আবেদুর রহমান কুষ্টিয়া সদর উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সেক্রেটারি। গত ১৬ নভেম্বর কুষ্টিয়ার হরিপুর এলাকায় পদ্মা নদীতে বাল্কহেডের ধাক্কায় নৌকা ডুবে নিখোঁজ হন তিনি।

ফরিদপুর নৌ পুলিশের উপ-পরিদর্শক তপন কুমার জানিয়েছেন, আবেদুর রহমান আন্নুর মরদেহ উদ্ধার করে ফরিদপুর মর্গে পাঠানো হিয়েছে। নিহতের স্বজনরা তার পরিচয় শনাক্ত করেছেন। 

অপরদিকে, মঙ্গলবার সকালে ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনি থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন, অজ্ঞাত ওই ব্যক্তি শারীরিক এবং মানসিক প্রতিবন্ধী ছিলেন। তার স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) মাধম্যে তার পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে। পরিচয় পাওয়া গেলে পরিবারের সদস্যদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

ঢাকা/তামিম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়