ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৯, ২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৫:০৩, ২ ডিসেম্বর ২০২৫
আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হলো জোড় ইজতেমা

আখেরি মোনাজাতে অংশ নেওয়া মুসুল্লিদের একাংশ।

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে তাবলীগ জামাত বাংলাদেশের শুরায়ী নেজামের অধীনে আয়োজিত পাঁচ দিনব্যাপী জোড় ইজতেমা। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা গাজীপুরসহ আশপাশের জেলার ধর্ম পান মুসল্লীদের ঢল নামে ইজতেমা ময়দানে। দোয়ায় অংশ নেন প্রায় আড়াই লক্ষাধিক মুসুল্লি। 

এদিন সকাল ৮টা ৫১ মিনিটে দোয়া শুরু হয়ে ৯টা ১৩ মিনিটে শেষ হয়। আমিন আমিন ধ্বনিতে কম্পিত হতে থাকে সমগ্র টঙ্গী ময়দান। দোয়ার মুহূর্তে মাঠ জুড়ে কান্নার রোল পড়ে যায়। দোয়া পরিচালনা করেন পাকিস্তানের মাওলানা আহমেদ বাটলা। এবারের জোড় ইজতেমায় ২৭টি দেশ থেকে ৭৩২ জন বিদেশি মেহমান অংশগ্রহণ করেন। 

অংশগ্রহণকারী দেশগুলো হলো- পাকিস্তান, ভারত, সৌদি আরব, ইয়েমেন, কানাডা, থাইল্যান্ড, মিয়ানমার, যুক্তরাষ্ট্র, ইতালি, আফগানিস্তান, জার্মানি, জাপান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, দক্ষিণ আফ্রিকা, ফিলিপাইন, মিশর, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রেলিয়া। জোড় ইজতেমা চলাকালে ছয় জন মুসল্লির মৃত্যু হয়েছে। 

এদিকে সরকারি সিদ্ধান্ত মোতাবেক আসন্ন জাতীয় নির্বাচনের পর টঙ্গী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছেন ইজতেমা সমন্বয়করা।

ঢাকা/রেজাউল/এস

সর্বশেষ

পাঠকপ্রিয়