ঢাকা     রোববার   ০৭ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

একটি দল ক্ষমতায় যেতে ভোট ডাকাতির চেষ্টা করবে: ইছাহাক

ফরিদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:০৫, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৩:০৬, ৭ ডিসেম্বর ২০২৫
একটি দল ক্ষমতায় যেতে ভোট ডাকাতির চেষ্টা করবে: ইছাহাক

নির্বাচনী প্রচারণায় বক্তব্য দিচ্ছেন ফরিদপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইছাহাক চোকদার

ফরিদপুর-৪ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী ইছাহাক চোকদার বলেছেন, “আমরা স্বাধীন হয়েও স্বাধীনতা বঞ্চিত ছিলাম। এবার সুযোগ এসেছে পূর্ণ স্বাধীনতার। ন্যায় প্রতিষ্ঠার পাশাপাশি ইসলাম কায়েম করার। বাংলাদেশের মানুষ চায় ইসলামী দল ক্ষমতায় আসুক।” 

তিনি বলেন, “একটি দল নিজেরা নিজেরা দলাদলি ও মারামারি করে নিজেদের প্রভাব দেখাতে চাইছে। তারা আগে ক্ষমতায় ছিল তখন ফ্যাসিস্টদের মতো লুটপাট দুর্নীতি করেছে। তারা ক্ষমতায় যেতে ভোট ডাকাতির চেষ্টা করবে। আমরা তা হতে দেব না।”

শনিবার (৬ ডিসেম্বর) বিকেলে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার নুরুল্যাগঞ্জ ইউনিয়নের বাররা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ইছাহাক চোকদার বলেন, “আমরা প্রতিটি কেন্দ্র পাহারা দেব। কাউকে নির্বাচনে সহিংসতা, কারচুপি করতে দেব না। এজন্য যদি রক্ত দিতে হয়, তার জন্যও আমরা প্রস্তুত আছি।”

নেতাকর্মীদের তিনি বলেন, “আমাদের নির্বাচনে জয়লাভ করতে হলে প্রতিটি মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দিতে হবে। আমাদের নিয়ে যেন কোনো ভুল বুঝাবুঝি বা মিথ্যা অপপ্রচার না চালানো হয় তার দিকে খেয়াল রাখতে হবে।”

নুরুল্যাগঞ্জ ইউনিয়ন ইসলামি আন্দোলন বাংলাদেশ আয়োজিত সমাবেশে দলটির ইউনিয়ন সভাপতি হাজী দলিল উদ্দিন সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইসলামি আন্দোলনের ভাঙ্গা উপজেলার সভাপতি আব্দুল হান্নান মাতুব্বর, সহ-সভাপতি মো. আসাদ উজ্জামান, সাধারণ সম্পাদক মো. আতিয়ার রহমান, সাংগঠনিক সম্পাদক মো. মশিউর রহমান। 

ইসলামী আট দলীয় ঐক্যর প্রতি সমর্থন জানিয়ে সমাবেশে এসে সংহতি প্রকাশ করেন জামায়াত ইসলামের প্রার্থী সরোয়ার হোসেন ও খেলাফত মজলিসের প্রার্থী মিজানুর রহমান।

ঢাকা/তামিম/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়