ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:১৬, ১২ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:২১, ১২ ডিসেম্বর ২০২৫
কুষ্টিয়ায় মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ

বৃহস্পতিবার বিকেলে নির্বাচনী মিছিলে নেতৃত্ব দেন কুষ্টিয়া-৩ আসনে জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজার নির্বাচনী গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কুষ্টিয়া সদর উপজেলার ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানাধীন ঝাউদিয়া এলাকায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এই মিছিলের আয়োজন করা হয়।

আরো পড়ুন:

মুফতি আমির হামজার নেতৃত্বে গণমিছিলটি ঝাউদিয়া বাজার এলাকায় বিভিন্ন সড়ক পরিদর্শন করে। মিছিলে জামায়াতে ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তারা দলীয় প্রতীক দাঁড়িপাল্লা সমর্থনে বিভিন্ন স্লোগান দেন। পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে মুফতি আমির হামজা বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন, শিক্ষা,স্বাস্থ্য ও জনসেবাকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। জনগণ শান্তিপূর্ণ পরিবেশে মতপ্রকাশ ও নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন এটাই গণতান্ত্রিক চর্চার ইতিবাচক দিক।”

মিছিল ও সমাবেশে কুষ্টিয়া জেলা জামায়াতের সেক্রেটারি সুজা উদ্দিন জোয়ার্দার, সহকারী সেক্রেটারি খায়রুল ইসলাম রবিন, কুষ্টিয়া সদর থানা সেক্রেটারি ডা. রায়হান আলী, কুষ্টিয়া ইবি থানা আমির রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

ঢাকা/কাঞ্চন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়