ঢাকা     শুক্রবার   ১২ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজ শিক্ষার্থী নিহত, জাকসুর উদ্বেগ

জাবি সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৫২, ১২ ডিসেম্বর ২০২৫  
ছাত্রদলের সংঘর্ষে তেজগাঁও কলেজ শিক্ষার্থী নিহত, জাকসুর উদ্বেগ

রাজধানীর তেজগাঁও কলেজে আধিপত্য বিস্তার ও মাদক সিন্ডিকেট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ছাত্রদলের দুই গ্রুপের সংঘর্ষে সাকিবুল হাসান রানা নামে এক শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু)।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) জাকসুর জিএস মাজহারুল ইসলামের সই করা এক বিবৃতিতে এই ঘটনার তীব্র নিন্দা এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়েছে।

বিবৃতিতে দাবি করা হয়েছে, গত তিন দিনে ছাত্রদলের হাতে ছয়জন খুন হয়েছে। এই প্রেক্ষাপটে এসব ঘটনায় জাকসু তীব্র ক্ষোভ ও আশঙ্কা প্রকাশ করেছে।

জাকসুর বিবৃতি অনুযায়ী, গত ৬ ডিসেম্বর তেজগাঁও কলেজ ছাত্রাবাসে আধিপত্য বিস্তার ও মাদক নিয়ন্ত্রণ নিয়ে ছাত্রদলের দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে পরিস্থিতি সহিংস রূপ ধারণ করে। এতে উচ্চমাধ্যমিকের শিক্ষার্থী সাকিবুল হাসান রানা গুরুতর আহত হন। ১০ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জাকসু আরো জানায়, সাম্প্রতিক সময়ে মীরসরাইয়ে জুলাই আন্দোলনের নেতা গাজী তাহমিদ খান হত্যা ও যুবদল কর্মী নয়ন হত্যাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্রদলের আধিপত্য বিস্তার, অন্তঃকোন্দল ও সংঘর্ষের ঘটনা পুরোনো সহিংস রাজনৈতিক ধারার প্রতিফলন মাত্র। গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে একটি গণতান্ত্রিক ক্যাম্পাস, সুস্থ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গঠনের স্বপ্ন বারবার এ ধরনের ঘটনায় বাধাগ্রস্ত হচ্ছে বলে মন্তব্য করেছে ছাত্রসংসদটি।

শিক্ষা পরিবেশ ধ্বংস ও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে কঠোর অবস্থান জানিয়ে জাকসু সংশ্লিষ্ট হামলাকারীদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। পাশাপাশি দেশের সব ক্যাম্পাস ও জনপদে সহিংসতা বন্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং প্রশাসনের প্রতি অবিলম্বে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছে।

ঢাকা/আহসান/রাসেল

সর্বশেষ

পাঠকপ্রিয়